তালতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

তালতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি ঃ মৎস্য সেক্টরে সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি, 
এই প্রতিপাদ্য নিয়ে “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে।
সারাদেশের ন্যায় বরগুনার  তালতলীতে জাতীয় মৎস সপ্তাহ-২০১৯  উপলক্ষে র‌্যালী ও পোনা অবমুক্ত করন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে
 
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টায়  মৎস্যজীবী ও মৎস্য চাষীদের নিয়ে একটি বর্ণাঢ্য  র‌্যালী  উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্তকরন করা হয়। উপজেলা চত্ত্বরে একটি বৃক্ষ রোপন করা হয়। 
 পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায়
এবং উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন  শুভ এর সভাপতিত্বে
, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির  জোমদ্দার।
 
 
 তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীনুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহাসিন রেজা। উপজেলা মৎস্য সমিতির সভাপতি ও বরগুনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক জনাব ফজলুল হক জোমাদ্দার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  মিসেস মনিকা নাজনীন ।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা। 
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের ফাকে ফাকে জেলেদের নিয়ে মৎস্য কুইজ অনুষ্ঠিত হয়। 
 
 
উল্লেখ্য জাতীয় মৎস সপ্তাহ-২০১৯ উপলক্ষে ১৭ জুলাই বুধবার থেকে ২৩ জুলাই পর্যন্ত এ উপজেলা প্রশাসন ও উপজেলা  মৎস্য অধিদপ্তর  বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছ।